নতুন কিছু করার প্রয়াস মাত্র!
সারাদিনই প্রায় কিছু করব ভাবতে ভাবতে। এর কারন হচ্ছে সবাই কিছু না কিছু করে লাভবান হচ্ছে। এই কিছু করাটা ব্যাপকভাবে কিছু করা না, লেখাপড়ার পাশাপাশি কিছু করা আর কি!
আর আমি ব্যবসা করতে পারব না, পারব না অনেক কিছুই তো। এটাই স্বাভাবিক। ব্লগ খুলেছি মানে এই না ব্লগিং খুব পারি। তবুও একটু আধটু লেখতে পারি বড় ভাই সাইফ হাসনাতের অনুপ্রেরণা না, দেখাদেখি।
যাই হোক, আমি এখানে অনেক বিষয় নিয়ে লিখব। যেকোনো কিছু হতে পারে। তাই আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে এই ব্লগটি।
আমি আপনাকে জানাবো স্বাগতম!
আর আমি ব্যবসা করতে পারব না, পারব না অনেক কিছুই তো। এটাই স্বাভাবিক। ব্লগ খুলেছি মানে এই না ব্লগিং খুব পারি। তবুও একটু আধটু লেখতে পারি বড় ভাই সাইফ হাসনাতের অনুপ্রেরণা না, দেখাদেখি।
যাই হোক, আমি এখানে অনেক বিষয় নিয়ে লিখব। যেকোনো কিছু হতে পারে। তাই আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে এই ব্লগটি।
আমি আপনাকে জানাবো স্বাগতম!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন